দেশের অসহায় মানুষের জন্য কাজ করতে চান দিলমা

ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রোসেফের প্রথম পূর্ণ কার্যদিবস ছিল গতকাল রোববার। এর আগে গত শনিবার তিনি শপথ গ্রহণ করেন।
ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার স্থলাভিষিক্ত হলেন দিলমা রোসেফ।
শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দিলমা রোসেফ তাঁর পূর্বসূরি লুলা ডি সিলভার কর্মকাণ্ড সংহত করার প্রতিশ্রুতি দেন। সাবেক প্রেসিডেন্টের অসমাপ্ত কাজ সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রেসিডেন্ট প্রাসাদের বেলকনি থেকে দেওয়া ভাষণে রোসেফ বলেন, তিনি অসহায় মানুষের জন্য কাজ করবেন। তাঁর সরকার হবে জনগণের সরকার।
প্রেসিডেন্টের এই ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়।
এদিকে ব্রাজিলের কংগ্রেসে দেওয়া ভাষণে রোসেফ লুলা ডি সিলভার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁকে ‘মহান মানুষ’ হিসেবে উল্লেখ করে তাঁর কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন রোসেফ। তিনি বলেন, সবচেয়ে কঠিন কাজ হবে চরম দারিদ্র্য নিরসন করা। প্রেসিডেন্ট রোসেফ বলেন, ব্রাজিল আরও উন্নত ও সুন্দর দেশ হতে পারবে।
দিলমা রোসেফ কর সংস্কার, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধন ও আঞ্চলিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.