জনসন তাণ্ডবে বিধ্বস্ত ইংল্যান্ড

আট নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছিলেন মিচেল জনসন। গতকাল পার্থ টেস্টের প্রথম দিনে শেষ মুহূর্তে জনসনের ওই ৬২ রানের লড়াকু ইনিংসটার সুবাদেই অস্ট্রেলিয়ান স্কোরবোর্ডে যোগ হয়েছিল ২৬৮ রান। ব্যাট হাতে সফল হওয়ার পর এবার বল হাতেও ইংল্যান্ডের সর্বনাশ ডেকে এনেছেন এই বাঁহাতি পেস বোলার। আজ দ্বিতীয় দিনে ১৫ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়েই তুলে নিয়েছেন ছয়টি উইকেট। জনসনের এ বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস শেষে অসিরা এগিয়ে আছে ৮১ রানে।
আজ দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস ও অ্যালিস্টার কুক যোগ করেছিলেন ৭৮ রান। কিন্তু এর আগের দুটি টেস্টের মতো এ জুটি খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত হানেন জনসন। ৩২ রান করে গালিতে মাইক হাসির হাতে ধরা পড়েন কুক। এরপর ইংল্যান্ড স্কোরবোর্ডে মাত্র মাত্র ২০ যোগ করতেই একে একে ফিরে যান জনাথন ট্রট, কেভিন পিটারসেন, অ্যান্ডি স্ট্রাউস ও পল কলিংউড। ট্রট, পিটারসেন ও কলিংউডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠিয়েছেন জনসন। স্ট্রাউসের উইকেটটি নিয়েছেন রায়ান হ্যারিস।
৯৮ রানেই ৫ উইকেট হারানোর পর একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ইয়ান বেল। ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাট প্রিয়রকে সঙ্গে ৪৭ রান ও সপ্তম উইকেট জুটিতে সোয়ানকে সঙ্গে নিয়ে যোগ করেছিলেন ৩৬ রান। কিন্তু দলীয় ১৮১ রানের মাথায় সোয়ানও হ্যারিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর যেন অধৈর্য্য হয়ে পড়েছিলেন ইয়ান বেল। ৫৩ রান করে হ্যারিসের বলেই দ্বিতীয় স্লিপে দাঁড়ানো পন্টিংয়ের হাতে ধরা পরেন তিনি। এরপর ইংল্যান্ড ইনিংস আর বেশি দীর্ঘায়িত করতে দেন নি জনসন। এক ওভারেই তুলে নিয়েছেন ট্রেমলেট আর অ্যান্ডারসনের উইকেট।

No comments

Powered by Blogger.