আশুরা উপলক্ষে কারবালায় কড়া নিরাপত্তাব্যবস্থা

ইরাকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ৮০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন সেনা কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার জঙ্গিরা কারবালা শহরে আশুরার অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র করছিলেন। আশুরা উপলক্ষে শহরটিতে ১৫ লাখ মানুষ জড়ো হয়েছেন। শহরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
গত বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেনারেল ওসমান আল-গানিমি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনারা সন্ত্রাসীদের ১৪টি ঘাঁটিতে অভিযান চালিয়ে ৮০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, গ্রেপ্তার জঙ্গিরা আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ‘বয়েজ অব হেভেন’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সদস্য।
গানিমি আরও বলেন, ‘তাঁরা শুক্রবার পুণ্যার্থীদের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন।’ এই ইরাকি সেনা কমান্ডার কারবালাসহ পাঁচটি প্রদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
প্রাদেশিক গভর্নর আমাল আল-দীন আল-হার বলেন, আশুরা উপলক্ষে ইতিমধ্যেই ১৫ লাখ পুণ্যার্থী কারবালায় জড়ো হয়েছেন। শুক্রবারের মধ্যে এক লাখ বিদেশিসহ ২০ লাখ মানুষ কারবালায় জড়ো হবেন বলে আশা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.