‘ওয়ার্ল্ড সকার’ বর্ষসেরা খেলোয়াড় জাভি

এ বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের প্রধান দাবিদার স্পেন মধ্য মাঠের প্রধান সেনানি জাভি। সেখানে তাঁর অন্য দুই প্রতিদ্বন্দ্বী দুই বার্সেলোনা সতীর্থ—লিওনেল মেসি আর আন্দ্রেস ইনিয়েস্তা। সেই পুরস্কারটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে, সেটা এখনো অনুমান করা না গেলেও ইতিমধ্যেই একবার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পেয়ে গেলেন জাভি। যুক্তরাজ্যের ফুটবলবিষয়ক পত্রিকা ‘ওয়ার্ল্ড সকার’-এর পাঠকদের ভোটে মেসিকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মেসির সঙ্গে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জাভির। মেসি ২৪.১% আর জাভি পেয়েছেন ২৫.৮% ভোট। ১৭.৩% ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন হল্যান্ডের স্ট্রাইকার ওয়েসলি স্নাইডার।
এর আগের বছর এ পুরস্কারটা জিতেছিলেন লিওনেল মেসি। আর কোনো স্প্যানিশ খেলোয়াড় হিসেবে এবারই প্রথম এ পুরস্কার জিতলেন জাভি। সেরা দলের পুরস্কারের জিততে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি স্পেনকে। ৬৩.৩% ভোট পেয়ে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে বিশ্বকাপ জয়ীরা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান পেয়েছে মাত্র ১৬.৫% ভোট।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী জার্মান স্ট্রাইকার থমাস মুলার।

No comments

Powered by Blogger.