ইংল্যান্ডের লক্ষ্য ৩৯১ রান

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৯১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল তিন উইকেটে ১১৯ রান নিয়ে দিন শেষ করে আজ অস্ট্রেলিয়া তাদের ইনিংস শেষ করেছে ৩০৯ রানে। প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ক্রিস ট্রেমলেট নিয়েছেন পাঁচটি উইকেট। ৩৯১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে শুরুতেই চাপের মুখে পড়েছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে মাত্র ৫৫ রান যোগ হতেই তারা হারিয়েছে তিন উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ৭৩ রান। পল কলিংউড সাত ও জনাথন ট্রট ৩১ রান নিয়ে ব্যাট করছেন।
চতুর্থ উইকেট জুটিতে ১১৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে অনেকখানি ভারমুক্ত করেছিলেন শেন ওয়াটসন ও মাইক হাসি। আজ তৃতীয় দিনে চা-বিরতির পর সেই জুটি ভাঙেন ট্রেমলেট। তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকার সময় ট্রেমলেটের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শেন ওয়াটসন। তবে ওয়াটসনের মতো ব্যর্থ হননি মাইক হাসি। ট্রেমলেটের বলে আউট হওয়ার আগেই পূর্ণ করেছেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। পঞ্চম উইকেট জুটিতে স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে যোগ করেছেন ৭৫ রান। দলীয় ২৫২ রানের মাথায় স্মিথ ট্রেমলেটের শিকারে পরিণত হওয়ার পর আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি অসি ব্যাটসম্যানরা। উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে একে একে ব্রাড হাডিন, মিচেল জনসন, রায়ান হ্যারিস ও পিটার সিডলের ফিরে যাওয়া দেখেছেন মাইক হাসি। এঁদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ১১৬ রান করে হাসি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩০৯ রানে।

No comments

Powered by Blogger.