বিশ্বকাপের প্রাথমিক দলে ব্রেট লি

এ বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ব্রেট লি। শেষ ওয়ানডেটাও খেলেছেন গত বছরের অক্টোবরে। অনেক দিন ব্যাট-বলের সঙ্গে দৃশ্যত কোনো সম্পর্কই ছিল না এই স্পিড স্টারের। কিন্তু তার পরও উপমহাদেশের মাটিতে এবারের বিশ্বকাপ খেলার ইচ্ছাটা প্রতিবারই বেশ জোরের সঙ্গেই জানিয়েছেন তিনি। অসি অধিনায়ক রিকি পন্টিংও বিশ্বকাপ দলে ব্রেট লিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন নির্বাচকদের কাছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে প্রধান চমক হিসেবে যুক্ত হয়েছেন পেস বোলার ব্রেট লি।
দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন ডান হাতি ব্যাটসম্যান ব্রাড হজ। একমাত্র নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন জেমস প্যাটিনসন।
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ডগ বলিঙ্গার, ড্যান ক্রিশ্চিয়ান, জাভিয়ের ডোহার্টি, ক্যালাম ফার্গুসন, ব্রাড হাডিন, রায়ান হ্যারিস, জন হেস্টিংস, নাথান হরিজ, ব্রাড হজ, জেমস হোপস, ডেভিড হাসি, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ক্লিন্ট ম্যাককে, স্টিফেন কেফে, টিম পেইন, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, শন টেইট, এডাম ভোগেস, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও ক্যামেরন হোয়াইট।

No comments

Powered by Blogger.