আজ বসবেন তাঁরা দুজন

ম্যানচেস্টার সিটিতে সুখেই আছেন কার্লোস তেভেজ! বিস্ময় জাগানোর মতো কথাই এটা। দিন তিনেক আগেই ম্যান সিটি ছাড়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। ম্যান সিটিতে সুখে থাকলে এটা করলেন কেন? তেভেজ তা করতে পারেন, কিন্তু ম্যান সিটির কোচ মানচিনির বিশ্বাস, তাঁর আর্জেন্টাইন স্ট্রাইকার সুখেই আছেন, ‘আমার মনে হয় না ও এখানে অসুখী। সত্যি, তা মনে হয় না।’
তাহলে আসল ব্যাপারটা কী? কেউ কি তেভেজকে কুপরামর্শ দিচ্ছে? অনেকেরই ধারণা, তেভেজের মাথাটা খেয়েছেন আসলে তাঁর পরামর্শক কিয়া জোরাবসিয়ান। আর জোরাবসিয়ান দোষ দিচ্ছেন ম্যান সিটির প্রধান নির্বাহী গ্যারি কুককে। মানচিনি কী মনে করেন? ‘আমি ঠিক জানি না’—বলেছেন সিটির ইতালিয়ান কোচ।
মানচিনি আজ হয়তো কিছুটা জানতে পারবেন। সবকিছু নিয়ে আজই তেভেজের সঙ্গে কথা বলবেন মানচিনি। গতকাল জুভেন্টাসের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচ খেলার জন্য ইতালি গেছে ম্যানচেস্টার সিটি। মানচিনি চোখের অস্ত্রোপচার করাতে ইতালিতে আছেন আরও আগে থেকেই। ফিরেই হয়তো কথা হবে তেভেজের সঙ্গে। তাঁর বিশ্বাস, তেভেজ সিটিতেই থেকে যাবেন, ‘আমি এখনো ওর সঙ্গে কথা বলিনি। সে এখনো আমাদের খেলোয়াড় এবং আশা করছি এখানেই থাকবে আর গোল করে যাবে। শুক্রবার (আজ) ওর সঙ্গে কথা বলব।’

No comments

Powered by Blogger.