পন্টিংয়ের অ্যাশেজ শেষ

হয়তো শেষ হয়ে গেছে রিকি পন্টিংয়ের অ্যাশেজ অভিযান। ফর্মহীনতা আর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হারের কারণে দাবি উঠেছে, অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার। চলতি সিরিজের ছয় ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র ৮৬ রান! তবে ফর্মহীনতা বা দ্বিতীয় টেস্টে দলের ভরাডুবির কারণে নয়, ইনজুরির কারণে শেষ হয়ে যেতে পারে পন্টিংয়ের অ্যাশেজ লড়াই।
পার্থে চলমান তৃতীয় টেস্টের আজ তৃতীয় দিনের শেষের দিকের খেলার ঘটনা। স্লিপে জোনাথন ট্রটের ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন পন্টিং। পারেননি, উল্টো হাতের আঙুলে মারাত্মক চোট পান। এক্স-রের জন্য অসি অধিনায়ককে হাসপাতালে পাঠানো হয়।
পন্টিংয়ের সতীর্থ পিটার সিডল সাংবাদিকদের বলেন, ‘পন্টিং ভালো আছেন। তবে তাঁর ইনজুরি কতটা গুরুতর, হাসপাতাল থেকে ফেরার আগ পর্যন্ত তা জানা সম্ভব নয়।’

No comments

Powered by Blogger.