মেসি-রোনালদো সমানে সমান

বিষয়টি বারবার আসছে। তবে এটাই হয়তো চিত্রনাট্য যে, এবারের স্প্যানিশ লিগের একেকটি পর্ব শেষে লিখতে হবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের গল্প। দারুণ ভারসাম্যের এক দ্বৈরথই হচ্ছে দুজনের মধ্যে। কেহ কারে নাহি জিনে সমানে সমান!পরশু যেমন মেসির ২ গোলের জবাবে রোনালদো করলেন ২ গোল। জোড়া গোল করে ওসাসুনার বিপক্ষে বার্সাকে ৩-০ গোলে জেতালেন মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতল (২-০) রোনালদোর দুই গোলে চড়ে।মেসির এই দুই গোলের মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে ভ্রমণক্লান্তি। বিমানকর্মীদের ধর্মঘট চলছে স্পেনে। ওসাসুনার বিপক্ষে খেলতে পামপ্লোনায় বার্সেলোনাকে যেতে হয়েছে রেল আর বাসে করে। সময়ের কথা ভেবে প্রথমে জানানো হয়েছিল ম্যাচটি শনিবারের বদলে রোববার হবে। কিন্তু ওসাসুনা রাজি না হওয়ায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন সূচি বদলাতে পারেনি। ৩৫০ কিলোমিটার পথ পেরিয়ে ভ্রমণক্লান্ত বার্সেলোনা অনেকটা বিরক্তি নিয়েই নেমেছিল খেলতে। তবে মাঠে নামার পর সেই বিরক্তি আর ক্লান্তি ভুলে যান মেসি-ইনিয়েস্তারা। শুরু থেকেই পাসিং আর আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরেন তাঁরা। বার্সেলোনাও গোল পেয়ে যায় ২৫ মিনিটের মধ্যে। পেদ্রো রদ্রিগেজের দেওয়া প্রথম গোলটির উৎস মেসি। দ্বিতীয়ার্ধে মেসি নিজে করেন জোড়া গোল। ডেভিড ভিয়ার পাসে ৬৪ মিনিটে প্রথম গোল, দ্বিতীয়টি পেনাল্টি থেকে (৮২ মিনিট)। এদিকে রোনালদো আর রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে প্রায় বাঁধা পড়ে যাচ্ছিল ভ্যালেন্সিয়ার কাছে। ৭১ মিনিট পর্যন্ত তাদের গোলশূন্য রাখে ভ্যালেন্সিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে লিগে প্রথম ড্রয়ের শঙ্কাই চেপে ধরেছিল রিয়ালকে। কিন্তু ঠিক সময়ে জ্বলে ওঠেন রোনালদো। ৭২ ও ৮৬ মিনিটে দারুণ দুটি গোল করে নিজেদের মাঠে রিয়ালকে এনে দেন টানা সপ্তম লিগ জয়।এভাবে সমানে সমান লড়াইয়েও কখনো কখনো কেউ একটু পেছনে পড়ে যান। মেসি-রোনালদোর দ্বৈরথেও তা হচ্ছে। গত রাউন্ডের আগের রাউন্ডে মেসি হ্যাটট্রিকের জবাবে রোনালদোও করেছিলেন হ্যাটট্রিক। তবে গত এল ক্লাসিকোয় দুজনের কেউ গোল না পেলেও মেসির কাছে হেরে গেছেন রোনালদো। পরশু গোলের দিক দিয়ে দুজনের সমতা থাকলেও স্প্যানিশ লিগে গোলদাতার তালিকায় এগিয়ে রোনালদো।১৬ গোল করে রোনালদো তালিকার শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল ১৫টি। পয়েন্ট তালিকায় আবার মেসির বার্সেলোনা আছে এগিয়ে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।সিরি ‘আ’তে শীর্ষস্থানটা আরও সংহত করেছে এসি মিলান। পরশু বোয়াটেং, রবিনহো ও ইব্রাহিমোভিচের গোলে ব্রেসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাৎসিও। এর পর জুভেন্টাস (২৪), নাপোলি (২৪), পালের্মো (২৩) ও ইন্টার মিলান (২৩)। ইংল্যান্ডে চেলসি পরশু আটকে গেছে এভারটনে। নিজেদের মাঠে চেলসির ১-১ গোলের ড্রয়ের সুযোগ নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। সামির নাসরির জোড়া গোলে ফুলহামকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ১৬ ম্যাচে ৩২।

No comments

Powered by Blogger.