মধ্যস্থতা করতে আইভরি কোস্টে যাচ্ছেন থাবো এমবেকি

আইভোরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যস্থতা করতে সে দেশে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি। আফ্রিকান ইউনিয়ন তাঁকে সে দেশে পাঠাচ্ছে বলে জানানো হয়েছে। গত ৩১ অক্টোবর দেশটিতে প্রথম দফা এবং ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল নিয়ে আইভরি কোস্টে রাজনৈতিক সংকট দেখা দেয়। নির্বাচন শেষে প্রাথমিকভাবে বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াতারাকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তুপরবর্তী সময়ে নির্বাচনী ফলাফল বর্তমান প্রেসিডেন্ট লরা জিবাবোর দিকে ঝুঁকে পড়ে। লরা জিবাবো এবং ওয়াতারা দুজনই নিজেকে এই নির্বাচনে বিজয়ী দাবি করেছেন। আফ্রিকান ইউনিয়ন এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, এই সংকট অপরিণামদর্শী ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আইএমএফ অ্যালাসেন ওয়াতারাকে সমর্থন করে বলেছে, তিনিই প্রকৃত বিজয়ী।

No comments

Powered by Blogger.