মিসরের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ

মিসরের পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়েছে। তবে প্রথম দফার নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রধান দুটি বিরোধী দল এ নির্বাচন বর্জন করেছে। ফলে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় সব কটি আসনে বিজয় পেতে যাচ্ছে।
প্রথম দফার নির্বাচনে ক্ষমতাসীন এনডিপি ২২২ আসনের মধ্যে ২০৯টিতে জয়ী হয়। তবে দেশের সবচেয়ে বড় বিরোধী দল মুসলিম ব্রাদারহুড একটি আসনেও জয় পায়নি। অপর প্রধান বিরোধী দল উদারপন্থী ওয়াফ্দ পার্টিও মাত্র দুটি আসনে জয়লাভ করে। তাই জালিয়াতির অভিযোগ এনে প্রধান বিরোধী দল ব্রাদারহুড ও ওয়াফ্দ পার্টি দ্বিতীয় দফার নির্বাচন বর্জন করেছে। এতে ক্ষমতাসীন এনডিপি অবশিষ্ট ২৮৭টি আসনেই জয় পেতে যাচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচনে অনেক আসনেই এনডিপির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

No comments

Powered by Blogger.