ওবামাকে মাইনবিরোধী চুক্তি সইয়ের আহ্বান সু চির

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি মানববিধ্বংসী মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে সই করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। এ চুক্তিতে চার বছরের মধ্যে মজুদ করা সব মাইন ধ্বংসের কথা বলা হয়েছে।
সু চিসহ শান্তিতে নোবেল জয়ী আরও ১৫ জন ব্যক্তিত্ব এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি এই আহ্বান জানান। তাঁদের মধ্যে জোডি উইলিয়ামস ও আর্চবিশপ টুটুও রয়েছেন। তাঁরা গত ৩০ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠিয়েছেন।
বিশ্বব্যাপী মাইন বিস্ফোরণের বিরুদ্ধে কাজ করার জন্য জোডি উইলিয়ামস সম্প্রতি সু চির সঙ্গে আলোচনা করেন। পরে সু চি বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী বলে উইলিয়ামসকে জানান। এ সময় তাঁরা মিয়ানমারে অব্যাহতভাবে ভূমিমাইন ব্যবহার নিয়েও আলোচনা করেন।
গৃহবন্দী থেকে মুক্তি পাওয়ায় সু চিকে অভিনন্দন জানিয়েছেন উইলিয়ামস। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ ছাড়া মিয়ানমারে দুই হাজার রাজনৈতিক বন্দীর মুক্তির পক্ষে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

No comments

Powered by Blogger.