সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে গণভোট হবে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার সংবিধানে আদিবাসী লোকজনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সে দেশে গণভোট হবে। গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়। দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার এখন সাড়ে পাঁচ লাখ আদিবাসী রয়েছে। বেকারত্ব, কারাবাস, মাদকাসক্তি ও ব্যাধির মতো বিভিন্ন জটিল সমস্যায় তারা জর্জরিত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য ৫০ বছরের মধ্যে একবার এই সুযোগ এসেছে। ব্যাপক জনসমর্থন ও পার্লামেন্টারি সমর্থন সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই ঘটনা ঘটতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাডের আদিবাসীদের কাছে ঐতিহাসিক ক্ষমা প্রার্থনার তিন বছর পর।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ কথা জেনেই ক্ষমতায় এসেছি যে আবেগের পাশাপাশি বাস্তব পর্যায়েও পরিবর্তন প্রয়োজন। আদিবাসী জনগোষ্ঠীকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে এই যাত্রার পরবর্তী পদক্ষেপ।’
গিলার্ড বলেন, ভোটের আগে বিষয়টির ব্যাপারে ঐকমত্য গড়ে তোলা আবশ্যক। এই ভোটের আয়োজনে কমপক্ষে ১২ মাস লাগবে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.