দ্বিতীয় পর্বের শুরুতেই ঝলমলে জাতীয় লিগ

আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা খেলবে খুলনার বিপক্ষে। ধানমন্ডি স্টেডিয়ামে বরিশালের প্রতিপক্ষ রাজশাহী।
জাতীয় দলের তারকারা না থাকায় গত কয়েকটি ম্যাচ ছিল বর্ণহীন। তবে আজ থেকে রং ফিরবে। দ্বিতীয় পর্বে খেলবেন সাকিব, আশরাফুল, শাহরিয়ার নাফীসরা। আগে ঠিক ছিল দ্বিতীয় পর্বের দুই রাউন্ড ও ফাইনালে খেলবেন জাতীয় দলের খেলোয়াড়েরা, তবে বোর্ড আজ থেকেই তাঁদের খেলার অনুমতি দিয়ে দিল।
জাতীয় লিগের এই ম্যাচগুলো হতে যাচ্ছে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরার পোশাকি মহড়া। কোচ জেমি সিডন্স শেরেবাংলা স্টেডিয়ামের প্র্যাকটিস সেশনে কাল সেটাই পরিষ্কার বলে দিলেন, ‘এখানে যারা পারফর্ম করবে তারাই দলে আসবে। দলে জায়গা পেতে কঠিন লড়াই করতে হবে ছেলেদের।’
কাল মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের হালকা অনুশীলন হয়েছে। বোলিং কোচ ইয়ান পন্ট ঘণ্টা খানেক অনুশীলন করিয়েছেন বোলারদের। তবে ইনজুরি থেকে ফেরা তামিম ইকবাল অনুশীলনে একটু বেশি সিরিয়াসই ছিলেন। সিরিয়াস ছিলেন শাহরিয়ার নাফীসও। ইনডোরে এক দফা ব্যাটিং শেষ করে মাঠেও আধঘণ্টা প্র্যাকটিস করেছেন শাহরিয়ার।
জাতীয় লিগে নিজের সেরাটা খেলে নির্বাচকদের দৃষ্টি কাড়তে চান এই বাঁহাতি ওপেনার, ‘জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেলে চেষ্টা করব সেরাটা দিতে। জাতীয় লিগের এই ম্যাচগুলো তাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রথম তিনটি ম্যাচের দুটিতেই রান পেয়েছি, দুটি ম্যাচে খেলতে পারিনি। এখানে খেলাটা শুধু নিজের জন্যই না, আমাদের দল বরিশালের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।’
তামিম ইকবালের ভাবনায় শুধুই জিম্বাবুয়ে সিরিজ, ‘নিউজিল্যান্ড সিরিজ মিস করেছি ইনজুরির কারণে। তবে এখন আমি ভীষণ খাটছি। নেটে যেভাবে ব্যাটিং করছি, তাতে মনে হয়েছে কোনো সমস্যা নেই। ইনজুরি কাটিয়ে কেউ খেলতে এলে তার ভয় থাকে, না জানি কী হবে। আমার কিন্তু সেই ভয়টা করছে না।’

No comments

Powered by Blogger.