বামপন্থীদের বিক্ষোভ-সমাবেশ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তিন দিনের ভারত সফরের প্রতিবাদে ভারতের বিভিন্ন বামপন্থী দল গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে। সংসদের যৌথ অধিবেশন বর্জন করেছে বামদল ফরোয়ার্ড ব্লক। মাওবাদীরা ওবামার সফরের প্রতিবাদে সারা দেশে ২৪ ঘণ্টার বন্ধ্ ডাকে।
সিপিএমের কেন্দ্রীয় নেতারা ঘোষণা দিয়েছেন, তাঁরা ওবামার ভারত সফরের বিরোধী নন, তাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ভারতের বিভিন্ন চুক্তির বিরোধিতা করছেন। প্রতিবাদ করছেন মার্কিননীতির। এরই প্রতিবাদে বামপন্থী বিভিন্ন দল গতকাল দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ করেছে।
কলকাতায় গতকাল সন্ধ্যায় বামফ্রন্ট বিক্ষোভ প্রদর্শন করেছে। বিকেলে বামফ্রন্টের ডাকে লেনিনের মূর্তির পাদদেশে বিরাট জমায়েত অনুষ্ঠিত হয়। এরপর এক বিশাল মিছিল কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের অদূরে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ তথ্যকেন্দ্রের সামনে আসার আগেই থামিয়ে দেয় মিছিল। এরপর বিক্ষোভকারীরা রাস্তার ওপরই সমাবেশ করে। এ ছাড়া সিপিএমের অঙ্গসংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা ওবামার কুশপুত্তলিকা দাহ করেছে।
দিল্লিসহ দেশের অন্যান্য স্থানেও বাম চারদলের ডাকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে।
অন্যদিকে বামফ্রন্টের শরিক সাংসদেরা ভারতের সংসদের যৌথ অধিবেশনে ওবামার ভাষণ শুনলেও বর্জন করেছে ফরোয়ার্ড ব্লক। ভাষণ বর্জন করেছে এসইউসিআইও।
এদিকে মাওবাদীদের বনেধর শুরুতে রোববার গভীর রাতে মাওবাদীরা বিহারের হাজিপুর-মুজাফফরপুর সেকশনে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইনের একটি অংশ উড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরণের জেরে একটি মালবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। অন্যদিকে ঝাড়খন্ড রাজ্যের পালামৌ জেলায় সদবাহনি রেলস্টেশনেও রোববার গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। পরে এই স্টেশনের স্টেশনমাস্টারকেও অপহরণ করেছে তারা। অন্যদিকে একই জেলার বিশ্রামপুরের ব্লক অফিস উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। ওড়িশার মালকানগিরি জেলার গ্যাংফাগোন্ডায় একটি দোতলা বিদ্যালয় ভূমিমাইনের বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে রোববার গভীর রাতে। এ ছাড়া রোববার রাতে স্টেশনমাস্টারকে হুমকি দিয়ে বিহারের ইসমাইলপুর-রফিগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে মাওবাদীরা।

No comments

Powered by Blogger.