আফগানিস্তানে নির্বাচনকর্মীদের জিজ্ঞাসাবাদ

আফগানিস্তানের নির্বাচন কমিশনের নিয়োগ করা শত শত খণ্ডকালীন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে জাতিসংঘ-সমর্থিত একটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা। গত সেপ্টেম্বরের বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির সঙ্গে তাঁদের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি পরীক্ষা করে দেখছে সংস্থাটি। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানান।
স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) ইতিমধ্যেই প্রায় এক-চতুর্থাংশ ভোট বাতিল ঘোষণা করেছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। কর্মকর্তারা নির্বাচনের ব্যাপারে হাজার হাজার অভিযোগ খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন।

No comments

Powered by Blogger.