ইন্দোনেশিয়ায় ছাইমেঘে বিমান চলাচলে বিঘ্ন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ছাইয়ের মেঘের কারণে দেশটি থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। গতকাল রোববার বেশ কয়েকটি বিমান চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এ ছাড়া বাতিল করা হয়েছে আটটি আন্তর্জাতিক বিমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামীকাল মঙ্গলবার ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।
জাকার্তা বিমানবন্দরের কর্মকর্তা ফ্র্যান্স ইউসেফ জানিয়েছেন, গতকাল আরও আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর এয়ারলাইনস, ক্যাথি প্যাসিফিক ও মালয়েশিয়া এয়ারলাইনসের ৪২টি বিমান চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত শনিবার বাতিল করা হয় ৩৬টি।
গত ২৬ অক্টোবর থেকে মেরাপির কয়েক দফা অগ্নুৎপাত হয়। গত বৃহস্পতিবার শেষ রাতে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ছাই ও লাভার উদিগরণ হয়। এ সময় ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার বেগে অগ্ন্যুৎপাত হয়। শুক্রবার গ্যাসের চাপে দম বন্ধ হয়ে ও তাপে ঝলসে অন্তত ৮০ জনের মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.