ভারতকে সরিয়ে দুইয়ে শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় আরও সুখবর বয়ে এনেছে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য। পক প্রণালির অপর প্রান্তের প্রতিবেশী ভারতকে টপকে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছে তারা। শ্রীলঙ্কাকে জায়গাটি ছেড়ে দিয়ে তিনে নেমে গেছে ভারত। সাম্প্রতিক দুরবস্থার পরও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
ভারতের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করা কুমার সাঙ্গাকারার দল ২-১-এ সিরিজ জিতে পেয়েছে তিন পয়েন্ট। ভারত তাই পেছনে পড়ে গেছে এক পয়েন্ট। দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের সুযোগ খুব শিগগিরই আসছে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য। তবে কাজটা সহজ হবে না। কারণ, এ জন্য ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০-তে হারাতে হবে তাদের। ৪-১-এ জিতলেও ভগ্নাংশের সামান্য ব্যবধানের কারণে থাকতে হবে শ্রীলঙ্কার পেছনেই। ২৮ নভেম্বর শুরু এই সিরিজ।
ভারত দুইয়ে উঠে গেলে আবার পুনরুদ্ধারের সুযোগ আসবে শ্রীলঙ্কার জন্যও। ৯ ডিসেম্বর থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তাদের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে আর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতলে বিশ্বকাপের আগে র্যা ঙ্কিংয়ে উন্নতিই ঘটবে বাংলাদেশের।

No comments

Powered by Blogger.