বাংলাদেশকে নিয়ে সতর্ক ভেট্টোরি

বাংলাদেশ সফরটাকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতিই মানছেন ড্যানিয়েল ভেট্টোরি। তবে দেশ ছাড়ার আগে সতীর্থদের জন্য দিলেন হুঁশিয়ারি—বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না। পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে কাল রাতেই ঢাকা এসে পৌঁছার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
গত ফেব্রুয়ারিতে নিজেদের মাটিতে বাংলাদেশকে ৩-০-তে ওয়ানডে সিরিজ হারিয়েছিল কিউইরা। সেটা মনে করিয়ে দিয়েও নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে ভেট্টোরি বলেছেন, ‘আমরা এখানে তাদের যে রকম সহজে হারিয়েছি, ওখানেও সেই একই আশা করলে বিরাট ভুল হবে। তবে আমরা যদি ওদের সমীহ করি এবং সামর্থ্য অনুযায়ী খেলি, তাহলে ওদের হারানো উচিত।’
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলে ছিলেন না ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককালাম ও জেসি রাইডার। বাংলাদেশ সফরে এই তিনজনই ফিরলেও দলটা পুরোপুরি অভিজ্ঞ নয়। ১০টির কম ওয়ানডে খেলেছেন, এমন ক্রিকেটার আছেন ছয়জন। একদমই নতুন মুখ কেন্টারবুরির ২৩ বছর বয়সী পেসার হামিশ বেনেট। ঘণ্টায় প্রায় ১৪৫ কিমি বেগে বল করতে পারা এই তরুণকে নিয়ে ভেট্টোরি বেশ উচ্ছ্বসিত, ‘জোরে বল করতে পারে এমন কয়েকজন বোলার খুঁজছি আমি। দেখা যাক, উপমহাদেশে তারা সাফল্য পায় কি না। কারণ, সামনেই তো বিশ্বকাপ।’
বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল ভেট্টোরি। দ্বিতীয় সন্তানের মুখ দেখে, ছুটি কাটিয়ে এবার আরও সতেজ হয়েই আসছেন এই বাঁহাতি স্পিনার। নিজেই বলেছেন, ‘ক্যারিয়ারে এই প্রথম এতটা লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে থাকলাম। পরিবারের সঙ্গে সময় কাটানোটা ছিল দারুণ। এখন আবার ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছি।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশে কোনো ম্যাচ নেই নিউজিল্যান্ডের। সব ম্যাচই তারা খেলবে ভারত আর শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশে যেহেতু দুটি কোয়ার্টার ফাইনাল হবে, বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাদের কাজে লাগতেও পারে। ‘আমরা চাই ছেলেরা ওখানে অভ্যস্ত হয়ে উঠুক। বিশ্বকাপের সময় যদি ওখানে খুব অল্প সময়ও থাকতে হয় আমাদের, তারা যেন একটা ধারণা নিয়ে যেতে পারে।’
সিরিজ শুরুর আগে আগামী ১ ও ৩ অক্টোবর বিকেএসপিতে বিসিবি একাদশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ড দলের। তবে গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাঠের অবস্থা এতটাই করুণ যে প্রথম প্রস্তুতি ম্যাচটা আদৌ হয় কি না সন্দেহ।

No comments

Powered by Blogger.