এনবিআর আয়কর বিবরণী জমার সময় বাড়াবে না

আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে এই রিটার্ন জমা দিতে হবে।
রিটার্নের সময় আর বাড়ানো হবে কি না, সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘আয়করের আইনে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর মানে ৩০ সেপ্টেম্বর। তা ছাড়া অর্থমন্ত্রী নিজেও দিনটির ব্যাপারে বিশেষ জোর দিয়েছেন।’
কিন্তু এর আগে এ ধরনের ঘোষণা দেওয়ার পরও সময় বাড়ানো হয়েছে। তাই এবারও সে রকম কিছু হবে কি না, এ প্রশ্নের জবাবে এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ বলেন, এর আগে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় বাড়ানো হয়েছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্যোগের মধ্যে পড়তে হয়নি।
আরেক প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান বলেন, যেসব করদাতা নির্ধারিত সময়ের মধ্যে কর দিতে পারবেন না, যথাযথ কারণ দেখিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের (ডিসিটি) কাছে ব্যক্তিগতভাবে সময় বাড়ানোর অনুরোধ করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সেই আবেদন করতে হবে। নিয়মানুযায়ী ডিসিটি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সময় দিতে পারেন। এরপর রিটার্ন দিতে গেলে জরিমানাসহ দিতে হবে।

No comments

Powered by Blogger.