আজ যাচ্ছে বাংলাদেশ

দিল্লি কমনওয়েলথ গেমসে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছে ৬০ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় অবশ্য ৩৫ জন। ৪-১৪ অক্টোবর অনুষ্ঠেয় গেমসের ১৭টি খেলার মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে সাতটিতে—শ্যুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, আর্চারি, বক্সিং, ভারোত্তোলন ও স্কোয়াশে। ১২ জন খেলোয়াড় সমন্বিত শ্যুটিং দলটিই সবচেয়ে বড়। সাঁতার ও অ্যাথলেটিকসে ৪ জন করে, আর্চারিতে ও ভারোত্তোলনে ৬ জন করে ও স্কোয়াশে ৩ জন খেলোয়াড়।
দল যেমন সবচেয়ে বড়, কমনওয়েলথ গেমসে বাংলাদেশের বড় ভরসা হয়েও থাকছেন শ্যুটাররা। এর আগে একমাত্র শ্যুটিংয়ের হাত ধরেই এই গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ হোসেন খান ও মেয়েদের বড় ভরসা শারমিন আক্তার (রত্না)। তীরন্দাজিতেও আশা আছে বাংলাদেশের। তীরন্দাজ ইমদাদুল হক (মিলন) শুনিয়েছেন পদক জয়ের আশা, ‘আমাদের প্রস্তুতি যেমন হয়েছে তাতে একটা পদকের আশা করতেই পারি।’ খেলোয়াড়েরা আজ ঢাকা ছাড়লেও বাংলাদেশ দলের শেফ দ্য মিশন নুরুল ফজল দিল্লি যাচ্ছেন আগামীকাল।

No comments

Powered by Blogger.