রোমাদের বিতাড়িত করায় ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইইউ

ফ্রান্স রোমানিয়া ও বুলগেরিয়া থেকে আসা রোমাদের (যাযাবর বিশেষ) তাড়িয়ে দেওয়ায় প্যারিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপীয় কমিশন (ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিষদ)। কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করতে গতকাল বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠক করার আগে ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার ভিভিয়ান রেডিং ফরাসি টেলিভিশন ফ্রেঞ্চ ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইইউর আইন লঙ্ঘন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিতে যাচ্ছেন। তিনি বলেন, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের চলাচলের স্বাধীনতা সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হয়েছে।
ফ্রান্সকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গত জুলাই মাসে সে দেশে পাশের দেশ থেকে আসা এক হাজার ৭০০ রোমাকে বিতাড়িত করার নির্দেশ দেন।
এ নিয়ে ব্রাসেলসের সঙ্গে প্যারিসের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার ভিভিয়ান রেডিং ফ্রান্সের ওই পদক্ষেপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তুলনা করেন। পরে অবশ্য তিনি এজন্য দুঃখ প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.