শেখ জামালে তিন সার্বিয়ান ফুটবলার

স্থানীয় সব তারকা ফুটবলারকেই দলে টেনে ফেলেছে নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাতীয় দলের ১৫-১৬ জন খেলোয়াড় নেওয়ার পরও নতুন এই ‘পরাশক্তি’ বিদেশি নির্ভরতা থেকে মুক্ত থাকতে পারল না। বাংলাদেশের ক্লাব ফুটবলে শুধু স্থানীয় খেলোয়াড় নিয়েই শিরোপা জেতা সম্ভব নয় ধরে নিয়ে শেখ জামালও তাই হাত বাড়িয়েছে বিদেশি খেলোয়াড়ের দিকে। দুই সার্বিয়ান কোচের পরামর্শে সার্বিয়া থেকে তিনজন বিদেশি আনা তারই অংশ।
কাল সকালে বিকেএসপিতে শেখ জামালের ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার ড্রাগন পেনিসিচ, মিডফিল্ডার জোভান ডিস্টেফানোভিচ ও স্ট্রাইকার আলেকসান্দ্রো সুদোভিচ। গোলরক্ষক আমিনুল বিকেএসপি থেকে রাতে ফোনে জানিয়েছেন, ‘শারীরিক গঠন দেখে ভালোই মনে হয়েছে ওদের। পুরোদমে অনুশীলন এবং ম্যাচ খেললে তবেই বোঝা যাবে আসলে কেমন। তবে যত দূর দেখেছি, তাতে অপছন্দ হওয়ার মতো মনে হয়নি।’

No comments

Powered by Blogger.