চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় লস অ্যাঞ্জেলেসে বিদ্যুৎ বিভ্রাট

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার অতিরিক্ত চাহিদার কারণে বৈদ্যুতিক দুর্ঘটনায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহান। ওই দিন সেখানে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় শীতাতপ যন্ত্রের ব্যবহার বেড়ে যায়। এতে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায় রেকর্ড পরিমাণ। একপর্যায়ে একটি বিদ্যুৎযন্ত্রে বিস্ফোরণ ঘটে। এ সময় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
কর্মকর্তারা জানান, সোমবার থেকেই লস অ্যাঞ্জেলেসের তাপমাত্রা বাড়তে থাকে। মঙ্গলবার একপর্যায়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ওই দিন নগরীর অনেক এলাকায় গড় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার একপর্যায়ে তাদের থার্মোমিটারের কাজ বন্ধ হয়ে যায়। তাপ বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যায়। এ সময় একটি বিদ্যুৎ কার্যালয়ের টাওয়ারে বিস্ফোরণ ঘটে। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ বিতরণ কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের মুখপাত্র ভ্যানেসা ম্যাকগ্রেডি বলেন, কয়েক দিন ধরে রাতে খুব গরম পড়ায় শীতাতপ যন্ত্রগুলোর কোনো বিরাম নেই।

No comments

Powered by Blogger.