জিম্বাবুয়েতে যুক্তরাষ্ট্রের চার স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

জিম্বাবুয়ের পুলিশ যুক্তরাষ্ট্রের সন্দেহভাজন চার স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনিবন্ধিত ক্লিনিক পরিচালনা ও এইডসের অনুমোদনহীন ওষুধ বিতরণের অভিযোগ আনা হয়েছে। জিম্বাবুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা ওই চিকিৎসক দলে একজন চিকিৎসক, দুজন নার্স ও একজন কমিউনিটিকর্মী রয়েছেন। এ ঘটনায় জিম্বাবুয়ের দুই স্বাস্থ্যকর্মীকেও আটক করা হয়।
গতকাল সোমবার তাদের আদালতে হাজির করার কথা। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা মূলত এইচআইভি পজিটিভ রোগী ও অনাথ শিশুদের দেখাশোনা করত।
স্থানীয়হেরাল্ড পত্রিকাকে পুলিশের একজন মুখপাত্র বলেন, বিনা অনুমতিতে চিকিৎসার জন্যব্যবস্থাপত্র দেওয়ায় ছয় স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

No comments

Powered by Blogger.