জামিনে মুক্তি পাচ্ছেন ইরানে আটক মার্কিন পরিব্রাজক

ইরানে আটক মার্কিন পরিব্রাজক সারাহ শোর্ডকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। আগামী শনিবার তাঁকে মুক্তি দেওয়া হতে পারে। দেশটির এক জ্যেষ্ঠ আইনজীবী গত রোববার এ কথা জনিয়েছেন।
আইনজীবী আব্বাস জাফরি দোলতাবাদী জানান, শারীরিক অবস্থা বিবেচনা করে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলারের জামানাতের বিনিময়ে শোর্ডকে জামিন দেওয়া হয়েছে। জামানাতের অর্থ জমা দিয়ে শোর্ড জামিন নিতে পারবেন। শোর্ড অসুস্থ বলে আদালত নিশ্চিত হওয়ার পর তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।
শোর্ডের মা নোরা গত মাসে জানিয়েছিলেন, তাঁর অসুস্থ মেয়েকে একাকী অবস্থায় বন্দী করে রাখা হয়েছে।
ইরাক থেকে ইরানে ঢুকে পড়ার পর গত বছরের ৩১ জুলাই শোর্ডসহ তিন মার্কিন পরিব্রাজককে আটক করে ইরানি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র আশা করছে, শোর্ডকে শিগগির মুক্তি দেওয়া হবে। তাঁর মুক্তির বিষয়টি প্রথমে জানানো হয় গত বৃহস্পতিবার। কিন্তু গত শনিবার এক আইনজীবী জানান, তাঁর জামিনের বিষয়টি এখনো আইনিভাবে চূড়ান্ত হয়নি। এরপর আবার এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.