পরিদর্শনে বাধা না দিতে ইরানের প্রতি আইএইএর আহ্বান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইয়োকিয়া আমানো পরমাণু কার্যক্রম পরিদর্শনকাজে বাধা না দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। গত জুন মাসে ইরান দুজন পরমাণু পর্যবেক্ষককে সে দেশে নিষিদ্ধ করায় আমানো গতকাল সোমবার দুঃখ প্রকাশ করেছেন।
ইরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে পশ্চিমা বিশ্ব। তবে আমানো আইএইএর ৩৫ সদস্যের পরিচালনা পর্ষদের এক সভায় গতকাল বলেন, ইরানের পেশাদারি ও নিরপেক্ষতার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে। ইরান সব সময় এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন করা। গত জুন মাসে দুজন পর্যবেক্ষকে সে দেশে নিষিদ্ধ করা ছাড়াও ইরান ২০০৬ সালে এক জ্যেষ্ঠ পর্যবেক্ষককে সে দেশে ঢুকতে দেয়নি।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান আলি আকবর সালেহি বলেছেন, সে দেশের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে জাতিসংঘের কয়েকজন পরিদর্শককে বাধা দেওয়ার অধিকার রয়েছে তেহরানের।

No comments

Powered by Blogger.