ভারতের ২৬ মন্ত্রীর নিজের গাড়ি নেই

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৭৭ জন মন্ত্রীর মধ্যে ২৬ জনের নিজের গাড়ি নেই। তাঁরা সরকারি গাড়ি ব্যবহার করেন। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী হলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী প্রফুল প্যাটেল। তাঁর সম্পদের পরিমাণ ৩১ কোটি রুপি। গত শুক্রবার প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়। সুভাষ আগরওয়াল নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইন বলে মন্ত্রীদের সম্পদের হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে ওই সচিবালয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
ধনীর তালিকায় মন্ত্রীদের মধ্যে প্রফুল প্যাটেলের পর রয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পদের মূল্য ২৪ কোটি রুপি। এরপর রয়েছেন যথাক্রমে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল (২৩ কোটি রুপি), ভূতল পরিবহনমন্ত্রী কমলনাথ (২০ কোটি রুপি), কৃষিমন্ত্রী শারদ পাওয়ার (চার কোটি রুপি), অর্থমন্ত্রী প্রণব মুখার্জি (এক কোটি রুপি), রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছয় লাখ ৬০ হাজার), শক্তিমন্ত্রী ফারুক আবদুল্লাহ ( সাড়ে ছয় লাখ রুপি), নগরোন্নয়নমন্ত্রী জয়পাল রেড্ডি (তিন লাখ ৩০ হাজার রুপি) ও সমাজকল্যাণমন্ত্রী মুকুল ওয়াসনিক (তিন লাখ ৩০ হাজার রুপি)।

No comments

Powered by Blogger.