ফার্গুসনের ৭০০ ও ওয়েঙ্গার

একজন একটা বলেন তো, অন্যজন সেটির জবাব দেন সঙ্গে সঙ্গে। কথা, পাল্টা কথা। খোঁচা, পাল্টা খোঁচা। সবাই তাঁদের এমন সাপে-নেউলে সম্পর্কের কথাই জানে। তবে অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধও আছে। কিছু দিন ধরে একটু বেশি করেই এটি দেখা যাচ্ছে। পরশু আর্সেনাল কোচ ওয়েঙ্গার দেখালেন আরেকটি নমুনা। এভারটনের বিপক্ষে শনিবারের ম্যাচটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ফার্গুসনের ৭০০তম। ব্যাপারটিকে ফার্গুসনের অনন্য কীর্তি হিসেবেই দেখছেন ওয়েঙ্গার, ‘শীর্ষ পর্যায়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। এর জন্য বিশেষ মান ও আত্মনিবেদন লাগে। ৭০০-এর মানে হলো ম্যাচের আগে ৭০০টি বিনিদ্র রাত। কখনো কখনো ম্যাচের পরও বিনিদ্র রাত!’

No comments

Powered by Blogger.