রবিনহোর দিকে তাকিয়ে পেলে

পেলের মতো অনেকেরই বিশ্বাস, ব্রাজিল এবার শিরোপা জিতবে। তবে একটি পাদটীকাও সবাই সঙ্গে জুড়ে দেয়—সুন্দর ফুটবল উপহার দিতে পারবে না তারা। কার্লোস দুঙ্গার ব্রাজিল দলে ‘সৃজনশীল’ খেলোয়াড়ের কমতি দেখেই এই মন্তব্য করছে সবাই।
তবু একটা আশা সবার মনে—অন্তত কাকার পায়ে দেখা যাবে কিছু জাদুকরি ফুটবল। তবে কাকাকে নিয়ে চিন্তিত ফুটবল-সম্রাট পেলে। কাকা যদিও ভরসা দিয়ে বলেছেন, ‘ব্রাজিলের কোনো ভয় নেই, আমি ফিট হয়ে উঠেছি।’ কিন্তু পেলের ভয় কাটছেই না, ‘কাকাকে নিয়ে আমি চিন্তিত। ও আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আক্রমণ বা মাঝমাঠে সে আমাদের সেরা খেলোয়াড়। ঈশ্বরের ইচ্ছায় ও বিশ্বকাপে ভালো ফর্মে থাকবে বলেই আশা করি।’
তবে কাকা বিশ্বকাপে ভালো করবে বলেই মনে করেন পেলে। রবিনহোকে একসময় নিজের সঙ্গে তুলনা করেছিলেন পেলে। সান্তাসে রবিনহোর গত কিছুদিনের পারফরম্যান্স ভরসা দিচ্ছে তাঁকে, ‘রবিনহো সান্তোসে যে পারফরম্যান্স করেছে, সেটা বিশ্বকাপেও করতে পারলে ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।’

No comments

Powered by Blogger.