রোবেন থাকছেন বিশ্বকাপে

হল্যান্ডের জন্য সুখবর। চোটগ্রস্ত উইঙ্গার আরিয়েন রোবেন প্রায় সেরে উঠেছেন এবং দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজ। দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পরই তাঁর সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
কোচ বার্ট ফন মারউইক কাল সাংবাদিকদের বলেছেন, ‘গত এক সপ্তাহ আমি ওকে দেখিনি। আগামীকাল (আজ) দেখব। ওর অবস্থা এখন অনেকটা ভালো।’
এবার বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতানো এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলকে তুলতে বড় অবদান ছিল রোবেনের। কিন্তু এক সপ্তাহ আগে হাঙ্গেরির সঙ্গে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি প্রায় শেষ করে দিচ্ছিল রোরেনের বিশ্বকাপ। তাঁকে ছাড়াই দল যায় দক্ষিণ আফ্রিকায়। তবে রোবেনের বদলি হিসেবে কাউকে ডাকেননি কোচ বার্ট। অপেক্ষায় ছিলেন তাঁর সেরা অস্ত্রের সেরে ওঠার জন্য।
হল্যান্ডের প্রথম ম্যাচ আগামী পরশু ডেনমার্কের সঙ্গে। রোবেন পুরো ফিট হলেও প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখতে পারেন কোচ। হাঙ্গেরির সঙ্গে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় রোবেনের জায়গায় কোচ একাদশে নিতে পারেন রাফায়েল ফন ডার ভার্টকে। তবে এটা নিয়ে কোচ একটু রহস্যই রেখে দিচ্ছেন, ‘সোমবারই দেখতে পাবেন।

No comments

Powered by Blogger.