রুয়ান্ডার গণহত্যার দায়ে যাবজ্জীবন

ফিনল্যান্ডের একটি আদালত রুয়ান্ডার যাজক ফ্রাঁসোয়া বাজারাম্বাকে (৫৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির পরভু জেলার একটি আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। ফ্রাঁসোয়া ২০০৩ সাল থেকে ফিনল্যান্ডে বসবাস করছেন।
আদালত বলেন, বাজারাম্বার বিরুদ্ধে রুয়ান্ডার গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে। জাতিতে হুতু বাজারাম্বা ১৯৯৪ সালে দেশটির সংখ্যালঘু তুতসি গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেন। এই বিদ্বেষ গৃহযুদ্ধের রূপ নিলে দেশটিতে পাঁচ লাখের মতো মানুষ নিহত হয়। এ সময় অসংখ্য ঘরবাড়িও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.