জিলবার্তোর দুঃখ ও প্রেরণা

কার্লোস দুঙ্গার ব্রাজিল দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের নাম জিলবার্তো সিলভা। এটা তাঁর তৃতীয় বিশ্বকাপ। সেই সুবাদে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার সঙ্গে শূন্য হাতে ফেরার অভিজ্ঞতাও আছে জিলবার্তোর।
ব্রাজিলের মাঝমাঠের অভিজ্ঞ এই সেনানীর একটা দুঃখ আছে—তাঁর এই অভিজ্ঞতার মূল্য নেই ব্রাজিলের সমর্থক আর সংবাদমাধ্যমের কাছে। অভিজ্ঞ খেলোয়াড় না হয়ে জিলবার্তো তাদের চোখে ‘বুড়ো’ খেলোয়াড়! দুঃখ নিয়েই জিলবার্তো বলেছেন, ‘ওরা যখন ভেরনের কথা বলে, বলা হয়, তাঁর অভিজ্ঞতা দলের কাজে আসবে। অথচ আমার প্রসঙ্গ যখন আসে, বলা হয় উল্টো।’
জিলবার্তোকে নিয়ে সম্প্রতি সমালোচনাও হচ্ছে খুব। তিনি ‘বুড়ো’, সৃজনশীলতা বলতে কিছু নেই—এসব সমালোচনা অবশ্য গায়ে সয়ে গেছে জিলবার্তোর। সমালোচনাকে তিনি প্রেরণা হিসেবেই দেখেন, ‘এটা সত্যি, আমি সম্প্রতি খুব সমালোচিত হয়েছি। কিন্তু সত্যি করে বলছি, এই সমালোচনা আমাকে একটুও বিচলিত করে না। এটা আমার জন্য প্রেরণাই।

No comments

Powered by Blogger.