পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নয় জঙ্গি নিহত

জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গতকাল শুক্রবার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে এটা ছিল ওই এলাকায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। গোয়েন্দা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন গোয়েন্দা কর্মকর্তা জানান, আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন একটি গ্রামে গতকাল ওই হামলা চালানো হয়। একটি মার্কিন বিমান থেকে ওই গ্রামের একটি বাড়িতে পর পর ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সন্দেহভাজন নয়জন জঙ্গি নিহত হয়। তাদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উত্তর ওয়াজিরিস্তানে অনুরূপ হামলায় দুজন নিহত হয়। নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, নিহত ব্যক্তিরা ছিল সম্ভবত জঙ্গি।
পাকিস্তানের ওয়াজিরিস্তানে ২০০৮ সালে জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৫ বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান সীমান্ত এলাকায় আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলাকে বেছে নিয়েছেন

No comments

Powered by Blogger.