মুম্বাইয়ে হামলার পরিকল্পনায় জড়িত দুই ভারতীয় গ্রেপ্তার

মুম্বাইয়ের একটি জ্বালানি স্থাপনা ও একটি বিপণিকেন্দ্রে হামলার পরিকল্পনায় জড়িত দুজন ভারতীয় নাগরিককে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ২০০৮ সালের নভেম্বরে ওই শহরেই জঙ্গিদের হামলায় ১৬৬ জন লোক নিহত হয়েছিল।
বার্তা সংস্থা পিটিআই শনিবার গ্রেপ্তার হওয়া ওই দুজনের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন আবদুল লতিফ রশিদ (২৯) ও রিয়াজ আলী (২৩)।
মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী পুলিশপ্রধান কে পি রঘুবাঁশি বলেন, ভারতের ওই দুই নাগরিক পাকিস্তান থেকে আসা নির্দেশ মেনে চলতেন। তাঁদের লক্ষ্য ছিল, রাষ্ট্র-পরিচালিত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস নামের জ্বালানি তেলের ডিপো ও একটি জনপ্রিয় বিপণিকেন্দ্র।
পুলিশপ্রধান আরও বলেন, ‘তাঁরা সীমানার ওপারের পাকিস্তানে তাঁদের নির্দেশদাতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন। যখন আমরা বুঝতে পারি তাঁরা কোনো হামলার পরিকল্পনা করছেন, তখনই তাঁদের গ্রেপ্তার করা হয়।’

No comments

Powered by Blogger.