বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ফুটবল লিগ জটিলতা

মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ১৬-২৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়াম চায় জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফেকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে।
বাফুফে ক্রীড়া পরিষদকে বলেছে, ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ লিগের খেলা আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এর আগে মাঠ দিলে লিগ শেষ করতে দেরি হবে আরও। তবে ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরাও খেলা বন্ধ রাখার পক্ষে নন। তাই দুই পক্ষে আলোচনা করে একটা সমাধান খোঁজা হবে।
আবাহনীতে নতুন বিদেশি: ১৯ মার্চ মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে সুবিধাজনক অবস্থায় আবাহনী। ১১ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৩, ১০ ম্যাচে মোহামেডানের ২৬। মোহামেডানকে হারাতে পারলে পেশাদার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে আবাহনীর। দলের শক্তি বাড়াতে আগামী বৃহস্পতিবার একজন নাইজেরিয়ান খেলোয়াড় আনছে তারা। নাইজেরিয়ান লিগে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডারকে অবশ্য অনুশীলনে দেখেই নিবন্ধনের সিদ্ধান্ত হবে।
দুই মোহামেডানের ম্যাচ: ঢাকা মোহামেডানের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে আজ নির্ধারিত দুই মোহামেডানের স্থগিত ম্যাচটি হবে ২৪ মার্চ।

No comments

Powered by Blogger.