ব্যাংকের নির্বাহী কমিটিতে এক পরিবারের একাধিক পরিচালক থাকবেন না

ব্যাংকের নির্বাহী কমিটিতে এক পরিবারের একাধিক পরিচালক থাকার ওপর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে গঠিত কোনো ব্যাংকের নির্বাহী কমিটিতে এক পরিবারের একাধিক সদস্য থাকলে পর্ষদের পরবর্তী সভায় ওই কমিটি পুনর্গঠন করতে নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার দেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইনে পরিবার বলতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, পুত্র-কন্যা, ভাই-বোন এবং ব্যক্তির ওপর নির্ভরশীল সবাইকে বোঝানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের ৪৫(১) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক নির্বাহী কমিটির সদস্যসংখ্যা সর্বোচ্চ সাতজনে নির্ধারণ করে দেয়।
জানা যায়, কোনো কোনো ব্যাংকের নির্বাহী কমিটিতে এক পরিবারের একাধিক পরিচালক সদস্য রয়েছেন। এতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক এ কারণে নির্বাহী কমিটিতে এক পরিবারের একাধিক পরিচালক থাকার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

No comments

Powered by Blogger.