দক্ষিণ কোরিয়ার অধিকাংশ নাগরিক মৃত্যুদণ্ডের পক্ষে

ধর্ষণ ও হত্যা মামলার দায়ে মৃত্যুদণ্ড সমর্থন করেন দক্ষিণ কোরিয়ার ৮০ শতাংশেরও বেশি নাগরিক। সে দেশে গতকাল রোববার প্রকাশ করা একটি জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের গবেষণা প্রতিষ্ঠান ইউয়েডো ইনস্টিটিউট গত শুক্রবার ওই জরিপ চালায়। এতে সারা দেশের তিন হাজার ৪৯ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। অংশগ্রহণকারীদের ৮৩ দশমিক একজন মৃতুদণ্ড সমর্থন করেন। এই শাস্তির বিরোধিতা করেন ১১ দশমিক এক শতাংশ মানুষ।
এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কিম কিল-তায়ে (৩৩) নামে এক ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে পুলিশ। ওই কিশোরী (১৩) ২৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। গত ৬ মার্চ বুসান শহরে নিজ বাড়ির কাছে একটি পানির চৌবাচ্চা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ওই জরিপ চালানো হয়।

No comments

Powered by Blogger.