সোয়া শ বছর পর মিসরে ফিরল তিন হাজার বছরের পুরোনো শবাধার

প্রায় সোয়া শ বছর আগে নিজ ভূখণ্ড থেকে চুরি যাওয়া তিন হাজার বছরের পুরোনো একটি শবাধার বা কফিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনেছে মিসর। ২০০৮ সালে স্পেন থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে আসার পর আমদানিকারক মালিকানা প্রমাণ করতে না পারায় সেখানকার কাস্টমস কর্মকর্তারা সেটি জব্দ করেন। অবশেষে মিসরের সরকারি কর্মকর্তারা সেটি নিজ দেশে ফিরিয়ে নেন। বিবিসি।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, প্রায় তিন হাজার বছর আগে মিসরের একুশতম রাজবংশের (১০৭০-৯৪৫ খ্রিষ্টপূর্বাব্দ) ইমেসি নামক এক রাজপ্রতিভূর শবদেহ ওই কফিনে রাখা হয়েছিল। ১০০ বছর আগে সেটি চুরি করে স্পেন নিয়ে যাওয়া হয়। ২০০৮ সালে সেটি স্পেন থেকে আমেরিকায় আসে।
হূত প্রত্নসম্পদ পুনরুদ্ধারের জন্য মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিসের প্রধান জাহি হাওয়াস গত বুধবার যুক্তরাষ্ট্রে যান। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি শবাধারটি উদ্ধার করে গত শনিবার কায়রোয় পৌঁছান।
জাহি বলেছেন, মিসর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া আরও বেশ কিছু প্রত্নসম্পদ তাঁরা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
উপনিবেশ আমলে মিসর থেকে হাজার হাজার প্রত্নসম্পদ লুট হয়েছে বলে ধারণা করা হয়।

No comments

Powered by Blogger.