ক্রিকেটের জন্মদিন!

টেস্ট ক্রিকেটই নাকি আসল ক্রিকেট। তাই যদি হয় আজ তো ক্রিকেটের জন্মদিন! ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া—ইংল্যান্ডের ম্যাচ দিয়ে আজকের দিনটিতেই যাত্রা শুরু করেছিল টেস্ট ক্রিকেট। যদিও শুরুতে ম্যাচটি হওয়ার কথা ছিল সম্মিলিত ইংল্যান্ড একাদশ এবং নিউ সাউথ ওয়েলস-ভিক্টোরিয়া যৌথ একাদশের মধ্যে। পরে এটিই টেস্ট ম্যাচের মর্যাদা পেয়ে যায়। সেই থেকে এই ১৩৩ বছরে চট্টগ্রাম টেস্টসহ ম্যাচ হয়েছে ১৯৫৪টি। যে দুই দলের হাতে সূচনা, সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারাই, ৮৯৬টি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ৭১৯টি। ৪৬২টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, ৪৩৭টি ভারত, নিউজিল্যান্ড ৩৫৭, দক্ষিণ আফ্রিকা ৩৫০, পাকিস্তান ৩৪৬, শ্রীলঙ্কা ১৯২, জিম্বাবুয়ে ৮৩ ও বাংলাদেশ ৬৫টি। ১টি টেস্ট খেলেছে আইসিসি বিশ্ব একাদশ।

No comments

Powered by Blogger.