বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন বিষয়ে বিআইবিএমের প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক বাণিজ্যে বৈদেশিক মুদ্রা পরিশোধ ও অর্থায়নের বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কোর্সে অংশ নেন।
বিআইবিএমের মহাপরিচালক বন্দনা সাহা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্ত। বিআইবিএমের অনুষদ সদস্য মো. আতিয়ার রহমান মোল্লা ও ঊর্ধ্বতন সহযোগী অধ্যাপক শেখ হারুন-অর-রশীদ যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

No comments

Powered by Blogger.