স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে সরে আসছে তামিলরা

পৃথক রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের প্রধান রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ)। পরিবর্তে তারা এখন চাইছে, সমস্যার স্থায়ী সমাধান ও ক্ষমতার ভাগাভাগি।
তামিল-অধ্যুষিত দুটি প্রদেশকে পুনরায় একত্রীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় টিএনএ। আগামী মাসে পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে ইশতেহারে দলটি নিজেদের এ অবস্থান জানিয়েছে।
নয় বছর আগে গঠিত হয় টিএনএ। দলটিকে লিবারেশন টাইগার অব তামিল ইলম বা এলটিটিইর রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসেবেই দেখা হয়। তামিলদের স্বাধীন রাষ্ট্রের জন্য ১৯৭০ সালের পর থেকে দীর্ঘ প্রায় চার দশক লড়াই করেছে এলটিটিই। কিন্তু গত বছর সেনা অভিযানে পরাজিত হয় এলটিটিই।

No comments

Powered by Blogger.