এবার ক্রিকেটে মন ইউনুস-ভেট্টোরির

গত মাসখানেক ক্রিকেট-বিশ্বে মাঠের বাইরের কারণেই সংবাদের শিরোনামে ছিল দেশ দুটি। আবুধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমে অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। অবশেষে মূল কাজ যেটি, সেই ক্রিকেটে মনোযোগ দিতে পারছেন তাঁরা।
অনেক বিতর্ক ও নাটকের পর আবার পাকিস্তানের অধিনায়কত্ব নিয়েছেন ইউনুস খান। তিনি বলছেন, সবার ভালোবাসার দাবিতে পরিবর্তন করেছেন পদত্যাগ করার সিদ্ধান্ত। এই ভালোবাসার প্রতিদান দেওয়াটাও এখন ইউনুসের চ্যালেঞ্জ। দলের অন্তর্কলহ নিয়েও নানা কথা শোনা গেছে। মুখে সবাই তা উড়িয়ে দিলেও প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ফেবারিট হয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল, সেই সূত্রে এত দুর্যোগ—এটাও আজ পাকিস্তানকে তাতিয়ে দিতে পারে। প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা নিয়েই আজ জিততে চান ইউনুস, ‘আমরা যদি আমাদের সামর্থ্যের বেশি দিই এবং ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি তবেই জিততে পারি। নিউজিল্যান্ড দলটা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো, ওরা একাট্টা হয়ে খেলে। ওদের হারাতে হলে আমাদেরও ওদের মতো খেলতে হবে।’
পাকিস্তান-বিতর্ক বিলক্ষণ জানেন ড্যানিয়েল ভেট্টোরি। আর পাকিস্তানকে চেনেন বলেই সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক, ‘ওদের অনেক ঝামেলার ভেতর দিয়ে যেতে হয়েছে, কিন্তু আগেও ওদের এসব সামলাতে হয়েছে। এসবে ওরা অভ্যস্ত।’
বিচিত্র এক ঝামেলা পার করছে ভেট্টোরির দলও। কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একযোগে তাঁর প্রতি অনাস্থা জানিয়েছেন সব সিনিয়র ক্রিকেটার—এমন ঘটনা ক্রিকেট ইতিহাসেই বিরল। বোর্ড অবশ্য এর পরও কোচ পরিবর্তন করেনি। তবে ক্রিকেটারদের মনোভাব বুঝতে পেরে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন কোচ অ্যান্ডি মোলস। ভেট্টোরি তাই সম্ভবত ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি একই সঙ্গে অধিনায়ক, কোচ এবং নির্বাচকের দায়িত্বে। এ নিয়ে এত কথাবার্তা হয়েছে ও হচ্ছে যে, সেটিকে মাটিচাপা দিতেই জয়টা আরও বেশি করে প্রয়োজন ভেট্টোরির, ‘মানুষ আমাদের কাছে জয় চাইছে। আর জিততে পারব না কেন, আমাদের এই মানসিকতা নিয়ে নামতে হবে। দলের প্রত্যেককে আরও মনোযোগী হতে হবে।’
কিউইদের বড় সমস্য অবশ্য ইনজুরি। জেসি রাইডার, ড্যারেল টাফি ও গ্রান্ট এলিয়টকে আসতে দেয়নি ইনজুরি। পাকিস্তানের ইনজুরি সমস্যা না থাকলেও আরব আমিরাত কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় আসতে পারেননি মোহাম্মদ আসিফ। তবে মাঠে নামার পর দু দলেরই লক্ষ্য হবে জয়। এই একটি বিষয়ই যে তাদের সাম্প্রতিক বিতর্কময় অতীতকে ভুলিয়ে দিতে পারে!

No comments

Powered by Blogger.