ইরাকে পৃথক বোমায় ১০ জন নিহত

ইরাকে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে। গত রোববার এসব হামলার ঘটনা ঘটে। একই দিন দেশটির উত্তরাঞ্চলে বন্যায় তিন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি এক মুখপাত্র গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন।
বাগদাদের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে জাতিসংঘের এক বিশেষ দূত এ সময়ের মধ্যে বাগদাদ পৌঁছেছেন। বাবিল প্রদেশের মুসাইব শহরে গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ৩৭ জন আহত হয়। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি বাগদাদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণের মুসাইব শহরের একটি বাজারে রেখে যাওয়া গাড়িতে ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের ওই ঘটনা ঘটে।
রামাদি শহরে দুটি আত্মঘাতী বোমা হামলায় দুই ব্যক্তি নিহত ও চারজন আহত হয়। একই দিন রামাদিরই উপকণ্ঠে আরও একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে এতে ওই আত্মঘাতী ছাড়া আর কেউ হতাহত হয়নি। কারবালায় একটি বাসে বোমা হামলায় এক নারী নিহত ও ১২ জন আহত হয়। মসুলে দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।
ইরাক-তুরস্ক সীমান্তবর্তী এলাকায় ভারী বর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যায় তিন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

No comments

Powered by Blogger.