লাইটনিং বোল্ট টু

না, শেষ পর্যন্ত চিতাবাঘের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেননি। বরং বিশ্বের দ্রুততম মানব আপন করে নিয়েছেন বিশ্বের দ্রুততম প্রাণীটিকে। পরশু কেনিয়ায় পোষার জন্য একটা চিতা-শাবক নিয়েছেন উসাইন বোল্ট। এখন থেকে বিশ্বের ‘লাইটনিং বোল্ট’ আর শুধু একজন থাকল না। কারণ যাঁকে এই নামে ডাকা হয় সেই বোল্ট তাঁর নতুন পোষ্য নেওয়া চিতা-শাবকটিরও নাম রেখেছেন ‘লাইটনিং বোল্ট’! পরম মমতায় শাবকটিকে কোলে নিয়ে ফিডারের সাহায্যে সেটিকে দুধ খাইয়েছেন। বোল্টের সঙ্গে কেনিয়া সফরে আসা ব্রিটিশ হার্ডলার কলিন জ্যাকসনও একটা প্রাণী পোষ্য নিয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিসগা, যিনি এর আগে পোষ্য নিয়েছিলেন দুটো সিংহ। তবে সিংহের ব্যাপারে খুব একটা উত্সাহ দেখাননি বোল্ট। প্রাণীটিকে যে ভয় পান, সেটি স্বীকার করে নিয়েছেন নির্দ্বিধায়। বোল্টের এই কেনিয়া সফরের উদ্দেশ্য বিপন্ন বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা তৈরি।

No comments

Powered by Blogger.