ক্রুইফ আবার কোচ

খেলোয়াড় হিসেবে তো বটেই, কোচ হিসেবেও দারুণ সফল ছিলেন ইয়োহান ক্রুইফ। টানা চার বছর বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দিয়েছিলেন। জিতিয়েছেন ইউরোপ-সেরার ট্রফিও। কিন্তু ১৯৯৬ সালে বার্সেলোনার কোচের চাকরিটা ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব নেননি। বার্সার প্রতি ভালোবাসা থেকেই হয়তো এই সিদ্ধান্ত। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার অবশেষে আবারও দায়িত্ব নিলেন। তাতে জড়িয়ে থাকল বার্সেলোনাও। ক্রুইফ যে কাতালোনিয়া ‘জাতীয়’ দলের দায়িত্ব নিয়েছেন।
বার্সেলোনা কাতালানদের ক্লাব। কাতালানরা স্পেনের অংশ হলেও নিজেদের স্বাধীনই মনে করে। আপাতত অবশ্য স্বায়ত্তশাসনেই সান্ত্বনা পেতে হচ্ছে তাদের। ১৯৭৩ সালে বার্সেলোনায় খেলতে আসার পর আস্তে আস্তে এই শহরের সঙ্গে মিশে গেছেন ক্রুইফ। এখানেই স্থায়ী বসবাস, নিজেকে একজন কাতালান হিসেবেও দাবি করেন নেদারল্যান্ডের ক্রুইফ। কাতালোনিয়া দলটি ফিফা বা উয়েফা কর্তৃক স্বীকৃত না হলেও প্রতিবছর ডিসেম্বরে তারা একটি করে প্রীতি ম্যাচ খেলে।

No comments

Powered by Blogger.