ভারতীয় বংশোদ্ভুত ৮ ব্যক্তির নেপালি নাগরিকত্ব বাতিল করেছে নেপাল সরকার

নেপালের সরকার রোববার ভারতীয় বংশোদ্ভুত আট নেপালির নাগরিকত্ব বাতিল করেছে। জাল কাগজপত্র দেখিয়ে তারা নেপালের নাগরিকত্ব নিয়েছিলো বলে প্রমাণ পাওয়ার পর তাদের নাগরিকত্ব বাতিল করা হয়।

নাগরিকত্ব বাতিলের এই প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে তোলা হলে তা গ্রহণ করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের আরো খোঁজখবর নেয়া দরকার ছিলো বলে রাষ্ট্রীয় জনতা পার্টি-নেপালের সাধারণ সম্পাদক রাকেশ মিশ্র মনে করেন।

তিনি বলেন, সরকার যথেষ্ঠ প্রমাণ সংগ্রহ করেছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। তাছাড়া যারা জাল কাগজ দেখিয়ে নাগরিকত্ব নেয়ার জন্য লোকজনকে শাস্তি দেয়া হলো। অথচ যেসব কর্মকর্তা এসব কাগজ পরীক্ষা করেছেন তাদেরকে শাস্তি দেয়া হয়নি।

No comments

Powered by Blogger.