ডেঙ্গু পরিস্থিত: মুগদা হাসপাতাল by আবদুস সালাম

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসাবেই এ বছর জুলাই মাসে আগের সব রেকর্ড ভেঙে হাসপাতালে ভর্তি রোগী ছিল ১৫ হাজার ৬৫০। ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ১০ হাজার ১৪৮। মৃত্যুর সংখ্যাও গত বছরের তুলনায় এবার বেশি। সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রথম আলো এ বছর ৮৫ জনের মৃত্যুর খবর জেনেছে। সরকারি হিসাবে মৃত্যু ১৮ জনের। রাজধানীর মুগদা ৫০০ শয্যার সরকারি হাসপাতালের চিত্র তুলে ধরা হলো। ছবিগুলো সোমবারের।
ডেঙ্গু পরীক্ষা করাতে মাইক্রোবায়োলজি বিভাগের সামনে মানুষের ভিড়।ডেঙ্গু পরীক্ষা করাতে মাইক্রোবায়োলজি বিভাগের সামনে মানুষের ভিড়।৭ বছরের ছেলেকে নিয়ে ভোরে হাসপাতালে এসেছেন আতোয়ার হোসেন। ছেলের জ্বর তাই ডেঙ্গু পরীক্ষা করাতে এসেছেন।৭ বছরের ছেলেকে নিয়ে ভোরে হাসপাতালে এসেছেন আতোয়ার হোসেন। ছেলের জ্বর তাই ডেঙ্গু পরীক্ষা করাতে এসেছেন।ডেঙ্গু আক্রান্ত আবুল কালাম আজাদ ভর্তি হয়েছেন কিন্তু শয্যা পাননি।ডেঙ্গু আক্রান্ত আবুল কালাম আজাদ ভর্তি হয়েছেন কিন্তু শয্যা পাননি।একই পরিবারের তিন ভাই-বোন ডেঙ্গু আক্রান্ত। একই শয্যায় প্রভা ও আদহাম। অন্য বিছানায় তাদের বড় বোন সানিয়া (ছবিতে নেই)।একই পরিবারের তিন ভাই-বোন ডেঙ্গু আক্রান্ত। একই শয্যায় প্রভা ও আদহাম। অন্য বিছানায় তাদের বড় বোন সানিয়া (ছবিতে নেই)।হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা মশারি ব্যবহার করছেন।হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা মশারি ব্যবহার করছেন।ডেঙ্গু আক্রান্ত ছেলে সুরঞ্জিত তালুকদারকে নিয়ে হাসপাতালে দিন কাটছে এক মায়ের।ডেঙ্গু আক্রান্ত ছেলে সুরঞ্জিত তালুকদারকে নিয়ে হাসপাতালে দিন কাটছে এক মায়ের।ডেঙ্গু আক্রান্ত রিফাত এসেছেন রামপুরা থেকে। তাঁর জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে।ডেঙ্গু আক্রান্ত রিফাত এসেছেন রামপুরা থেকে। তাঁর জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে।ডেঙ্গু আক্রান্ত আফজাল হোসেনের সময় কাটে মেয়ে মেধার সঙ্গে গল্প করে।ডেঙ্গু আক্রান্ত আফজাল হোসেনের সময় কাটে মেয়ে মেধার সঙ্গে গল্প করে।ডেঙ্গু রোগে আক্রান্ত শরীফ হাসপাতালের মেঝেতে চিকৎসা নিচ্ছেন। তাঁকে বাতাস করছেন তাঁর নানা।ডেঙ্গু রোগে আক্রান্ত শরীফ হাসপাতালের মেঝেতে চিকৎসা নিচ্ছেন। তাঁকে বাতাস করছেন তাঁর নানা।

No comments

Powered by Blogger.