ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে নিহত ১৯৫


ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ঝড়ের ঘটনায় একশ ৯৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
টেমবিন ঝড়ের প্রভাবে মিন্দানাও দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

তবে সেখানকার টুবোড ও পিয়াগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে সেখানকার অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়েছে।

ঘূর্ণিঝড় টেমবিন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে মিন্দানাও দ্বীপের ওপর দিয়ে পালাওয়ানে আঘাত করে। তবে এটি আরো পশ্চিমে সরে যাচ্ছে।

টেমবিন ঝড় যেটি ফিলিপিন্সে ভিনতা নামে পরিচিত। ঝড়টি শুক্রবার মিন্দানাও দ্বীপে আঘাত করে। এর ফলে লানাও দেল নর্তে ও লানাও দেল সুর এলাকায় জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, লানাও দেল নর্তেতে ১২৭ জন নিহত হয়েছে। জাম্বোয়াংগা উপদ্বীপে ৫০ জন ও লানাও দেল সুরে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে তারা আশা করছেন।
অন্যদিকে জরুরি উদ্ধারকর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ফিলিপিন্সে প্রতিবছর প্রায় ২০টি টাইফুন আঘাত হানে। এর আগে গেলো সপ্তাহে দেশটিতে একটি টাইফুন আঘাত হানলে ৪৬ জন নিহত হন।

২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে প্রায় আট হাজার লোক নিহত হয়। আর গৃহহীন হয় দুই লাখ মানুষ।

No comments

Powered by Blogger.