রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেই ইউক্রেনে ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

নরওয়েতে মোতায়েন মার্কিন মেরিন কোরের কমান্ডার জেনারেল রবার্ট নিলার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। জেনারেল নিলার তার বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। রবার্ট নিলার বলেন, ‘আমি আশা করছি, আমার কথা ভুল প্রমাণ হোক; কিন্তু (বাস্তবতা হচ্ছে) একটি যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়েছে।’
তিনি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরকে ‘পরবর্তী বড় ধরনের সঙ্ঘাতের এলাকা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আর আমাদের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে নেই।’ তবে আরো কিছু দিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে তিনি ইঙ্গিত দেন। নরওয়েতে মোতায়েন মার্কিন এই কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনাকে প্রত্যাহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাথে যখন রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বাড়ছে তখন মার্কিন সেনা কমান্ডার এ বক্তব্য দিলেন। রাশিয়া নরওয়েকে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটিতে যেন মার্কিন সেনা মোতায়েন করা না হয়; কিন্তু জেনারেল নিলার বলেছেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় নরওয়েতে মোতায়েন ৩০০ সেনাকে তিন হাজার সেনায় উন্নীত করতে পারে।

No comments

Powered by Blogger.